যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী শনিবার নতুন করে পুরো ইংল্যান্ড জুড়ে এক মাসের লক ডাউন ঘোষনা করেছেন। আর এতেই বড় ক্রীড়া ইভেন্টগুলোতে দর্শকের উপস্থিতির অপেক্ষা আরো বিলম্বিত হলো।
৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত এই লক ডাউন কার্যকর হবে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বৃটিশ সরকার। পানশালা ও রেষ্টুরেন্টসহ সব ধরনের বিনোদন কেন্দ্র ইতোমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে সাংষ্কৃতিক সচিব অলিভার ডাউডেন নিশ্চিত করেছেন, সব ধরনের খেলাধুলা চলবে তবে তা অবশ্যই দর্শকশুন্য স্টেডিয়ামে। এক টুইটার বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
মার্চ থেকে জুন পর্যন্ত করোনাভাইরাসের প্রথম ধাপে ২০১৯/২০ প্রিমিয়ার লিগ মৌসুম বন্ধ ছিল। কিন্তু তারপর ভাইরাস নিয়ন্ত্রনে আসায় লক ডাউন উঠিয়ে নেয়া হয়েছিল। যদিও তারপরেও দর্শকের উপস্থিতির বিষয়টি নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। ফুটবল ছাড়াও রাগবি, টেইনস ও ঘোড় দৌঁড়ের মত হাই প্রোফাইল ক্রীড়াগুলোকেও দর্শকশুন্য স্টেডিয়ামে আয়োজনের অনুমতি দেয়া হয়েছে।
আগামী ১৫-২২ নভেম্বর লন্ডনের ও২ এরিনাতে মৌসুমের শেষ ইভেন্ট এটিপি ট্যুর ফাইনাল অনুষ্ঠিত হবার কথা রয়েছে। যেখানে নোভাক জকোভিচ ও রাফায়েল নাদালের মত শীর্ষ খেলোয়াড়রা অংশ নিবেন। এক বিবৃতিতে এটিপি জানিয়েছে বৃটিশ সরকারের ঘোষনার পর এটিপি দর্শক শুন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।