ইংল্যান্ডের বিপক্ষে জয় বাংলাদেশের যুবাদের

যুব বিশ্বকাপে  বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল কুইন্সটাউনে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফে  জিতেছে ৫ উইকেটে। প্রথমে ব্যাটিং করে ইংলিশদের গড়া ২১৬ রানের স্কোর বাংলাদেশ পেরিয়ে যায় (২২০/৫) ১৫ বল হাতে রেখেই।  ব্যাটে–বলে আজও দুর্দান্ত ছিলেন আফিফ হোসেন।

গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছে।  রোববার ২৮জানুয়ারি পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচের সেমিফাইনালে  ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যুবাদের বোলিং পারফরম্যান্স ছিল দেখার মত। টসে জিতে বোলিং নিয়ে ইনিংসের প্রথম ২৫ ওভারে ইংলিশদের আধিপত্যের মুখে পড়লেও শেষ ২২ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা নিজেদের সামলে নিয়ে ইংল্যান্ডের সংগ্রহটা বাড়তে দেয়নি।

৪৭.২ ওভারে ২১৬ রানেই গুটিয়ে যাওয়া ইংল্যান্ড প্রথম ২৫ ওভারে ১ উইকেটে ১৩৮ রান তুলে ফেলেছিল। কিন্তু শেষ ২২ ওভারে ৭৮ রানে ৯ উইকেট হারিয়ে পথহারা তারা। এ জন্য অবশ্য বাংলাদেশের দুই পেসার কাজী অনিক ও হাসান মাহমুদের দুর্দান্ত অবদান। দারুণ অবদান অফ স্পিনার আফিফ হোসেনেরও। হাসান ও আফিফ ৩টি করে উইকেট পেয়েছেন। অনিক নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া রবিউল হক ও মোহাম্মদ রকিব তুলে নিয়েছেন ১টি করে উইকেট।

আজকের বাজার:এসএস/২৮জানুয়ারি ২০১৮