বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে আজ ইংল্যান্ডের মুখোমুখি শ্রীলংকা। হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে লীডসে শুক্রবার বিকেল সাড়ে তিনটায়। ইতিমধ্যে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন শ্রীলংকা অধিনায়ক দিমুথ করুনারত্নে।
গেল বিশ্বকাপে দু’দলের দেখা হয়েছিল গ্রুপ পর্বে। সেবার ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে বড় জয় পেয়েছিল শ্রীলংকা। এবার লড়াইটা ভিন্ন। পাঁচ ম্যাচের চারটিতে জয় নিয়ে মরগান বাহিনী সেমির পথে অনেকটাই এগিয়ে। অপরদিকে ৫ ম্যাচে ১ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে লংকানরা।
ইংল্যান্ড শিবিরে আছে স্বস্তি। এখন পর্যন্ত টুর্নামেন্টের দারুণ খেলেছে তারা। ইংল্যান্ডের ব্যাটিং স্বর্গে বোলাররা আটকে রাখছেন প্রতিপক্ষকে। ব্যাট চালিয়ে রুট, মরগান, জেসন রয়রা জয়ের বন্দরে ভিড়ছেন বেশ নিরাপদে।
তবে শ্রীলংকা এতটা স্বস্তিতে নেই। সেমিতে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই তাদের সামনে।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রয়, জনি ব্রেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার, বেন স্টোকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, ক্রিস ওকস, জোফরা আর্চার ও মার্ক উড।
শ্রীলংকার সম্ভাব্য একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল পেরেরা, লাহিরু থিরিমান্নে, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা,মিলিন্দা সিরিবর্ধনা, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।
আজকের বাজার/এমএইচ