ইংল্যান্ডে স্থানীয় নির্বাচনের ভোট গণনা শুরু

ইংল্যান্ডে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের ভোট গণনা শুক্রবার শুরু হয়েছে। গত বছর পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এ ভোটকে প্রধানমন্ত্রী থেরেসা মে’র জন্য একটি কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপি’র।

স্থানীয় কাউন্সিলর নির্বাচনে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় ভোট গ্রহণ শেষ হয়।

আগাম ফলাফলে একটি মিশ্র ধারণা পাওয়া গেছে যে কনজারভেটিভস ও লেবার পার্টি উভয়ই দলই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরিষদের নিয়ন্ত্রণ হারাচ্ছে। তবে শুক্রবার রাত নাগাদ এ নির্বাচনের আসল চিত্র পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এখনো লন্ডনের আরো ৩২টি স্থানীয় পরিষদের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।

ম্যানচেস্টার, লিডস ও নিউক্যাসেলের মতো বিভিন্ন নগরীসহ পুরো ইংল্যান্ডে ৪৩০০ বেশী আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরজেড/