ইংল্যান্ড ছেড়ে এখন ইতালিতে এরিকসেন

কয়েকদিন ধরেই চলা ব্রিটিশ গণমাধ্যমগুলোর গুঞ্জন সত্যি করে ইংলিশ ক্লাব টটেনহ্যাম ছেড়ে ইতালিতে গেলেন ডেনমার্কের তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন। সেরি আ লিগে ইতালির জায়ান্ট ইন্টার মিলানের জার্সি গায়ে জড়িয়েছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে ডেনিশ মিডফিল্ডারের চুক্তি হয়েছে ২০২৪ সালের জুন পর্যন্ত।

২০ মিলিয়ন ইউরোতে ইন্টার এরিকসেনকে দলে নিয়েছেন। ২০১৩ সালে ১১ মিলিয়ন ইউরোতে স্পার্সদের শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। নতুন ক্লাবে মেডিক্যাল সম্পন্ন করতে ইতোমধ্যেই লন্ডন থেকে মিলানের উদ্দেশে উড়াল দেন এরিকসেন।

টটেনহ্যামের হয়ে গত সাত মৌসুমে ৩০৪ ম্যাচ খেলে ৬৯ গোল করেছেন ২৭ বছর বয়সী এ ড্যানিশ মিডফিল্ডার। চ্যাম্পিয়নস লিগের সেমিতে লিভারপুলের বিপক্ষে ২-০ ব্যবধানে হারার পরই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন এরিকসেন।

নতুন ক্লাবে যোগ দিয়ে রোমাঞ্চিত ২৭ বছর বয়সী মিডফিল্ডার বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত, ভক্তদের সঙ্গে পরিচিত হতে আর তর সইছে না আমার। ইতোমধ্যে তাদের আন্তরিকতার অভিজ্ঞতা হয়েছে আমার। এটা অসাধারণ অভ্যর্থনা।

আজরেক বাজার/আরিফ