কনোরাভাইরাসের কারনে নিজেদের দেশে ক্রিকেট পহেলা জুলাই পর্যন্ত নিজ দেশে সবধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর এফটিপি অনুযায়ী ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর সূচি ৪ জুন। তবে সিরিজ পিছিয়ে জুলাইয়ের শেষে আয়োজনের পরিকল্পনা করছে ইসিবি। এমন খবর জানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও। তবে এখনও সফরের ব্যাপারে কোন সিদ্বান্ত নেয়নি ক্যারিবীয়রা।
করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হলে, ঐ সিরিজটি নিয়েও শঙ্কা থাকছে। তবে পরিস্থিতির উন্নতি না হলে, ইংল্যান্ড যদি সকল সুবিধা ও নিরাপত্তা দেয়, তারপরও সেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করবে ওয়েস্ট ইন্ডিজ। তারচেয়ে বড় কথা, খেলোয়াড়রা যদি সফর করতে না চায় তবে কাউকেই জোর করা হবে না। এমনটা নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রেভ জানান, ‘ইংল্যান্ড সফর নিয়ে উদ্বিগ্ন আমাদের দেশের ক্রিকেটাররা। সকল খেলোয়াড় জানিয়ে দিয়েছে, শতভাগ স্বাস্থ্য সুরক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক হলেই ইংল্যান্ড সফরে যাবে খেলোয়াড়রা।’
ইসিবির দেয়া নিরাপত্তা ভালোভাবে পর্যালোচনা করে খেলোয়াড়দের সাথে আলাপ করেই সফর নিয়ে সিদ্বান্ত নিবে ওয়েস্ট ইন্ডিজ, এমনটা বলেন গ্রেভ, ‘এখন আমরা ইসিবির পরিকল্পনা জানার অপেক্ষায় আছি। তারা কি ধরনের নিরাপত্তা আমাদের দিবে সেগুলো ভালোভাবে পর্যালোচনা করা হবে। খেলোয়াড়দের সাথে আলোচনা করা হবে, তারপর আমরা সিদ্বান্ত নিবো সফর নিয়ে।’
সবকিছু ঠিক-ঠাক থাকলেও কোন খেলোয়াড়কে ইংল্যান্ডে যেতে জোর করা হবে না বলেও জানিয়েছেন গ্রেভ। তিনি বলেন, ‘আমাদের কোন খেলোয়াড় যদি ইংল্যান্ডে যেতে না চায় তবে আমরা তাদেরকে জোর করবো না।’ খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান