ইউরোপীয় পার্লামেন্ট শুক্রবার ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ঘোষণা এবং বর্ণবাদ ও সবধরণের শেতাঙ্গ আধিপত্যবাদকে নিন্দা জানিয়ে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
এ পদক্ষেপের আইনি কোন প্রভাব না থাকলেও বর্ণবাদ বিরোধী বিক্ষোভে এটি সমর্থন যোগাবে।
এছাড়া পুলিশি বর্বরতা ও পদ্ধতিগত বর্ণবাদ বিষয়ে জাতিসংঘের তদন্তের আহ্বানের পর ইউরোপীয় পার্লামেন্ট উদ্যোগটি নিয়েছে। পার্লামেন্টে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৪৯৩টি। বিপেক্ষে ১০৪টি।
প্রস্তাবে গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেপোলিসে শেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের নিরস্ত্র এক কৃষাঙ্গের প্রাণ হারানোর তীব্র নিন্দা করা হয়। ফ্লয়েড হত্যকান্ডের পর তা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়।
প্রস্তাবে বিক্ষোভকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্পের উস্কানিমূলক মন্তব্য এবং বিক্ষোভকারীদের দমনে সেনা মোতায়েনের হুমকিরও সমালোচনা করা হয়।
এছাড়া প্রস্তাবে দাস বাণিজ্যকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে ঘোষণা করা হয়। এদিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ শুক্রবার পদ্ধতিগত বর্ণবাদ বিষয়ে তদন্ত দাবি করেছে। তবে প্রস্তাবে সরাসরি যুক্তরাষ্ট্রে কথা উল্লেখ করা হয়নি।