ইইউ মিশনের ১৮ সদস্যকে অবশ্যই রাশিয়া ছাড়তে হবে : মস্কো

মস্কো শুক্রবার বলেছে, রাশিয়ায় থাকা ইইউ মিশনের ১৮ সদস্যকে দেশটি ছেড়ে চলে যেতে বলা হয়েছে এবং তারা এভাবে সম্পর্ক ছিন্ন করার জন্য ব্রাসেলসকে দায়ী করেছে। খবর এএফপি’র।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ায় ইইউ প্রতিনিধির ১৮ কর্মচারীকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে শিগগিরই রাশিয়া ফেডারেশনের ভূখন্ড ছেড়ে যেতে বলা হয়েছে।’
গত ৫ এপ্রিল রাশিয়ার ১৫ কূটনীতিকে ইইউ ছাড়ার নির্দেশ দেওয়ার পর পর মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করলো।
মন্ত্রণালয় জানায়, তারা রাশিয়ায় নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত মার্কাস ইডারারকে ডেকে পাঠিয়ে এমন পাল্টা পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে দেয়।
ওই বিবৃতিতে বলা হয়, এভাবে দ্বিপাক্ষিক সংলাপ ও সহযোগিতার ভিত্তি ধ্বংসের জন্য ইইউ দায়ী, যা গড়তে ‘দশকের পর দশক’ সময় লাগে।
উল্লেখ্য, পশ্চিমাপন্থী ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন প্রশ্নে ক্রমবর্ধমান জুলুমের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো রাশিয়ার অনেক কূটনীতিককে বহিস্কার করে। এদিকে রাশিয়া জানায়, তারা এ ধরনের সকল পদক্ষেপের পাল্টা জবাব দেবে।