ইউআইটিএসের তৃতীয় সমাবর্তন ২৯ মার্চ

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) তৃতীয় সমাবর্তন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। সমাবর্তনে যোগ দেবেন বিশ্ববরেণ্য মোটিভেশনাল স্পিকার শিব খেরা।

ইউআইটিএস’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত দুটি সমাবর্তনে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম ও আধুনিক মালয়েশিয়ার রূপকার ড. মাহাথির মোহাম্মদ উপস্থিত থেকে সমাবর্তন বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে তাদের জ্ঞানগর্ভ বক্তব্য দেন। এবার যিনি আসছেন তিনিও বিশ্বখ্যাত ব্যক্তিত্ব।

শিক্ষার্থীরা যাতে তাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত ও উৎসাহিত হয় এবং এর মাধ্যমে এ দেশে যাতে গুণীজন সৃষ্টি হয় সে উদ্দেশ্যেই বিশ্ববরেণ্য ব্যক্তিদের আনার চেষ্টা করে ইউআইটিএস।

এ সমাবর্তনে স্কুল অব বিজনেসের ৪ হাজার ৭৮ জন, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ৩ হাজার ৭৮৫ জন ও স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ৯৭৪ জন মিলিয়ে মোট ৮ হাজার ৮৩৭ জন গ্র্যাজুয়েটকে সনদ দেয়া হবে। যাদের মধ্যে পাঁচজনকে চ্যান্সেলর গোল্ড মেডেলসহ ২৮ জনকে গোল্ড মেডেল দেয়া হবে।

আরএম/