বরগুনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে হয়রানির ঘটনায় দুই জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইউএনওকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে।
বরিশাল ও বরগুনা জেলার দুই ডিসির প্রত্যাহারের আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। এছাড়াও উক্ত ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
২৪ জুলাই সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে এক সংবাদ সম্মলনে এসব কথা জানান তিনি।
আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুলাই ২০১৭