বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) চট্টগ্রাম জেলা প্রতিনিধি ও চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পীর বাবা মো. নুরুল ইসলাম (৬৫) মারা গেছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বেলা ১১টায় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে। নুরুল ইসলামের মৃত্যুতে ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমানসহ ইউএনবি পরিবার গভীর শোক প্রকাশ করেছে। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান