ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এ ‘রবীন্দ্র-নজরুলের সৃষ্টিতে বর্ষা’ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রকৃতি প্রেমিদের অনাবিল আনন্দে ভাসিয়েছে। বৃহস্পতিবার ২০ জুলাই ঢাকার গ্রীন রোডের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসের প্লাজায় এ অনুষ্ঠান হয়।
বর্ষাবরণ উপলক্ষে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর কালচারাল ক্লাব রবীন্দ্র-নজরুলের সৃষ্টিতে বর্ষা বিষয়ক এ অনুষ্ঠান আয়োজন করে।
সমবেত সঙ্গীতের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। এতে ক্লাবের সদদ্যরা একক ও দলীয় নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। উল্লেখ্য, অনুষ্ঠানে মহান এই দুই কবির সাহিত্যিক জীবনের কিছু বিষয় উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী, সিনিয়র ভাইস-চেয়ারম্যান আনহার আহমেদ চৌধুরী ও রেজিস্ট্রার সারওয়ার রাজ্জাক চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ছাড়াও শিক্ষার্থীরাও এই আয়োজনে নেন।
আজকের বাজার: আরআর/ ২০ জুলাই ২০১৭