ইউএফএস ব্যাংক এশিয়া ইউনিট ফান্ডের খসড়া অনুমোদন

বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ইউএফএস ব্যাংক এশিয়া ইউনিট ফান্ডের খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের ৬৩২তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

কমিশন সূত্রে জানা গেছে, মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১০ কোটি টাকা। আর সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্ধ রাখা হয়েছে ৯০ কোটি টাকা। যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডটির উদ্যোক্তা ব্যাংক এশিয়া লিমিটেড। আর সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সল্যুশনস লিমিটেড।

এছাড়াও ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

আরএম/