৪ ঘণ্টা ৪৯ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই জিতে আবার ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল৷
রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে পাঁচ সেটের লড়াইয়ে পরাস্ত করেন স্প্যানিশ কিংবদন্তি৷ একসময় প্রথম দুটি সেট জিতে এগিয়ে ছিলেন রাফা৷
তবে পালটা লড়াইয়ে মেদভেদেভ পরের দু’টি সেট জিতে নেওয়ায় ম্যাচ গড়ায় পঞ্চমন তথা নির্নায়ক সেটে দু-দু’বার ম্যাচ পয়েন্ট থেকে ফিরে তৃতীয় বারের চেষ্টায় ম্যাচ জিতেন নাদাল৷
ম্যাচের চূড়ান্ত ফল দাঁড়ায় ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪৷
আজকের বাজার/লুৎফর রহমান