নোভাক জকোভিচ চোটের জন্য ছিটকে যাওয়ার পর এবার বিদায় নিলেন টেনিসের কিংবদন্তি রজার ফেদেরার।
পাঁচ বারের ইউএস ওপেন বিজয়ী হেরে যান ‘বেবি ফেড’ গ্রিগর দিমিত্রভের কাছে।
দিমিত্রভের পক্ষেপাঁচ সেটের ম্যাচের ফল ৩-৬, ৬-৪, ৩-৬, ৬-৪ এবং ৬-২। ২০ বার গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরারের সার্ভিস শেষ হয়ে গেল কোয়ার্টার ফাইনালেই।
অবিশ্বাস্য জয়ের পর দিমিত্রভ বলেন, “অনেকদিন পর এই কোর্টে খেলছি নার্ভাস ছিলাম। শারীরিক ভাবে দারুণ ফিট ছিলাম।
তাই চেষ্টা করছিলাম ম্যাচে থাকতে। দারুণ লাগছে!” এর আগে সাত বার মুখোমুখি হয়েছিলেন দু’জনে। এই প্রথম তাঁর কাছে হার মানলেন ফেদেরার। সেমিফাইনালে দিমিত্রভ মুখোমুখি হবেন পঞ্চম বাছাই ড্যানিল মেদভেদেভের।
আজকের বাজার/লুৎফর রহমান