নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিমান দুর্ঘটনা সম্পর্কে সর্বশেষ তথ্য জানাতে সংবাদ সম্মেলন করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী রোববার বেলা ১২টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
উল্লেখ, গত ১২ মার্চ ৭১ জন আরোহী নিয়ে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিএস ২১১ ফ্লাইট বিধ্বস্ত হয়। এতে ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা যাত্রী নিহত হন।
ওই ঘটনায় আহত হন ১০ জন বাংলাদেশি, নয়জন নেপালি এবং মালদ্বীপের একজন নাগরিক। এরপর আহতদের দেশে ফিরিয়ে আনা হলে আরও দুই বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এস/