গত শতাব্দীর নব্বইয়ের দশকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় শিল্পী এস এম তারেক আজ গানে গানে মাতাবেন ইউকের মঞ্চ। সঙ্গে থাকবেন বাংলাদেশের আরেক খ্যতিমান কণ্ঠশিল্পী মঞ্জু সাহা। যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে শহরের ব্রিডলি রোডের লাওরেন্স চুর্স হলে আজ ২১ অক্টোবর রোববার বিকেলে অনুষ্ঠিতব্য সঙ্গীতায়োজনে গাইবেন তারা।
এরই মধ্যে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বর্ণাঢ্য এই সঙ্গীতাসরের অন্যতম উদ্যোক্তা রুবি ইসলাম। জমকালো এই সঙ্গীতাসরকে ঘিরে এবং বাংলাদেশের গুণী দুই সঙ্গীতশিল্পীর গান একই মঞ্চে উপভোগ করতে সেখানকার শ্রোতাদের মাঝে বেশ আগ্রহ ও উৎসাহ বিরাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী এস এম তারেক ও মঞ্জু সাহা তাদের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি নতুন কয়েকটি গান করবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, দেশের মাটিতে নব্বইয়ের দশকে বেশ কিছু গান গেয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন এস এম তারেক। এরপর দীর্ঘদিন প্রবাস জীবন কাটালেও প্রায়ই দেশ-বিদেশের বিভিন্ন সঙ্গীতায়োজনে অংশ নিয়ে শ্রোতাদের প্রাণিত করে চলছেন স্বনামধন্য এই সঙ্গীতশিল্পী। অপরদিকে, প্রতিভাধর কণ্ঠশিল্পী মঞ্জু সাহা বহুদিন ধরে নানামুখি গানের মধ্য দিয়ে দেশের সঙ্গীতভুবনকে অনুপ্রাণিত করে যাচ্ছে।
আজকের বাজার/এএল