ইউক্রেনিয়ান ফুটবল লিগ পরিত্যক্ত ঘোষণা

ফেব্রুয়ারিতে রাশিয়ান সামরিক আগ্রাসনের পর থেকে বন্ধ থাকা ইউক্রেনিয়ান ফুটবল লিগ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ইউক্রেনিয়ার ফুটবল লিগে খেলা ক্লাবগুলো মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে এবারের লিগে কোন দল শিরোপা জয়ের সুযোগ পেল না।

ইউক্রেনিয়ান প্রিমিয়াম লিগ এক বিবৃতিতে বলেছে, ‘গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত লিগ টেবিলে ক্লাবগুলোর যে অবস্থান ছিল সেটাই ২০২১/২২ মৌসুমের চূড়ান্ত অবস্থান হিসেবে ধরে নেয়া হবে। এখানে কোন চ্যাম্পিয়ন ক্লাব থাকবে না। ক্লাবগুলোর সর্বসম্মত এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য ইউক্রেনিয়ান এসোসিয়েশন অব ফুটবলের কার্যনির্বাহী কমিটির কাছে পেশ করা হবে।’

সর্বশেষ অবস্থান অনুযায়ী ১৮তম রাউন্ড শেষে ডায়নামো কিয়েভের থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে ছিল শাখতার দোনেস্ক। এই দুই ক্লাবকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করে দেয়া হতে পারে।

শীতকালীন বিরতির পর আর শুরু করা যায়নি লিগের ম্যাচ। ২৪ ফেব্রুযারি রাশিয়ান আগ্রাসনের সাথে সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি মার্শাল ল চালু করেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান