ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি তার দেশের আকাশসীমায় ‘নো-ফ্লাই জোন’ ঘোষণার জন্য সোমবার ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছে। তিনি বলেন, নতুবা তাদের সদস্য দেশের ওপর রাশিয়ার হামলা চালানো দেখতে হবে। খবর এএফপি’র।
মধ্যরাতের পরপরই দেয়া এক ভিডিও ভাষণে জেলানস্কি বলেন, ‘যদি আপনারা আমাদের আকাশসীমা বন্ধ না করেন, তাহলে আপনাদের সদস্য দেশের ওপর রাশিয়ার হামলা চালানো সময়ের ব্যাপার মাত্র।’
ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ নগরীর উপকণ্ঠে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার সৈন্যদের বিমান হামলায় ৩৫ জন নিহত ও ১৩০ জনের বেশি আহত হওয়ার এক দিন পর জেলানস্কি এমন আহ্বান জানালেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান