ইউক্রেনের আভদিভকা থেকে সৈন্য প্রত্যাহার করা হয়েছে : সেনাবাহিনী

ইউক্রেনের সেনাবাহিনী দেশটির পূর্বাঞ্চলীয়
আভদিভকা শহর থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে সেখানে পরিস্থিতির চরম অবনতি ঘটায় তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। এ অঞ্চলের কমান্ডের দায়িত্ব পালন করা জেনারল ওলেক্সান্ডার টারনাভস্কি শনিবার এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
টেলিগ্রামে তিনি বলেন, ‘আভদিভকার আশেপাশের যুদ্ধ পরিস্থিতির উপর ভিত্তি করে ঘেরাও এড়াতে এবং কর্মচারীদের জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য আমি শহরটি থেকে সৈন্য প্রত্যাহার করার এবং আরো সুবিধাজনক লাইনে প্রতিরক্ষায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ (বাসস ডেস্ক)