যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুক্রবার রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনের আরও অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করতে মস্কো ‘ধোঁকাবাজী’ গণভোট ব্যবহার করলে এক্ষেত্রে ‘দ্রুত ও কঠোর’ ব্যবস্থা গ্রহণ করা হবে। খবর এএফপি’র।
বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘রাশিয়ার গণভোট হচ্ছে একটি বড় ধোঁকাবাজীমূলক পদক্ষেপ। আর এটি আন্তর্জাতিক আইন একেবারে লঙ্ঘন করে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলকে মস্কোর অন্তর্ভুক্ত করার চেষ্টার একটি অজুহাত মাত্র।’
ওই বিবৃতিতে তিনি আরও বলেন, এক্ষেত্রে ‘আমরা রাশিয়ার ওপর দ্রুত ও কঠোর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে আমাদের মিত্র ও অংশীদারদের সাথে কাজ করবো।’