ইউক্রেনের আরো অঞ্চল অন্তর্ভূক্তের পর পুতিনের এমন ভূমি দখলের পদক্ষেপ প্রত্যাখান ন্যাটোর

ন্যাটো শুক্রবার ইউক্রেনের আরো চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভূক্তকরণের নিন্দা জানিয়েছে এবং এ সামরিক জোট কিয়েভের বিরুদ্ধে মস্কোর যুদ্ধে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করলে এর ‘ভয়াবহ পরিণতির’ ব্যাপারে তাদেরকে সতর্ক করে দিয়েছে। খবর এএফপি’র।
ন্যাটো প্রধান জেনস স্টলেনবার্গ বলেন, ‘এই ভূমি দখল বেআইনি ও অবৈধ। ন্যাটোর মিত্ররা রাশিয়ার অংশ হিসেবে এই ভূখ-ের কোন স্বীকৃতি দেবে না এবং তারা তা মেনেও নেবে না।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে দাবি করে বলেন, তার সৈন্যরা এসব ভূখ- দখল করে নিয়েছে।
এদিকে পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘ ইউক্রেনের ভূমি দখলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
স্টলেনবার্গ জোরদিয়ে বলেন, মস্কো অধিকৃত এসব অঞ্চল ‘মুক্ত করার তাদের প্রচেষ্টায়’ ন্যাটো ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
ক্রেমলিন বলেছে, অন্তর্ভূক্ত হওয়ায় মস্কো এখন এসব অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে বিবেচনা করছে এবং যুদ্ধে এসব ভূখ- তারা পুরোপুরিভাবে ব্যবহারের ইচ্ছা পোষণ করছে।
স্টলেনবার্গ বলেন, পুতিনের পরমাণু হামলার হুমকি দেওয়ার পর ন্যাটো এখন পর্যন্ত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের অবস্থানের কোন পরিবর্তন দেখতে পায়নি।