ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রেইভি রিহ শহওে মঙ্গলবার ভোরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত ও অপর ২৫ আহত হয়েছে। আঞ্চলিক গভর্নর এ কথা বলেন।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ‘একটি পাঁচতলা ভবন ধ্বংস হয়ে এর তিন বাসিন্দা নিহত ও ২৫ জন আহত হয়েছে।’ সেরহি লাইসাক টেলিগ্রামে বলেন, ‘এখনও ধ্বংসস্তুপের নিচে লোক আটকা পড়ে রয়েছে।’ খবর এএফপি’র।