ইউক্রেনের খারকিভ ও লভিভ নগরীতে হামলা চালিয়েছে রাশিয়া

This handout picture released by the State Emergency Service of Ukraine, shows firefighters extinguishing a fire in the Kharkiv regional police department building, which is said was hit by recent shelling, in Kharkiv on March 2, 2022. (Photo by UKRAINE EMERGENCY MINISTRY PRESS SERVICE / AFP) / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / Ukraine Emergency Ministry press service / handout" - NO MARKETING - NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS (Photo by -/UKRAINE EMERGENCY MINISTRY PRESS/AFP via Getty Images)

রাশিয়া শুক্রবার সকালে ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভ এবং লভিভ শহরে হামলা চালিয়েছে। এ দুই নগরীর মেয়র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় খারকিভের মেয়র ইগর তারেখভ বলেন, ‘খারকিভ নগরীতে কমপক্ষে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’
এদিকে লভিভ নগরীর মেয়র আন্দ্রি সাদোভি লভিভে কমপক্ষে দুটি স্থানে রাশিয়ার হামলা চালানোর তথ্য জানিয়েছেন।
তারেখভ খারকিভ শহরে রাশিয়ার হামলাকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে বর্ণনা করেছেন।
রাশিয়ার এসব হামলায় তাৎক্ষণিকভাবে এ দুই শহরের কোনটি থেকেই হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার খারকিভ অঞ্চলের ভোভচানস্কে রাশিয়া বাহিনীর গোলাবর্ষণে ৬৬ বছর বয়সী এক মহিলা নিহত এবং একজন আহত হন।
পুলিশ জানায়, খারকিভ অঞ্চলের গ্লুশকিভকা গ্রামে রাশিয়ার বিমান হামলায় ৫৮ থেকে ৭৬ বছর বয়সী তিন মহিলা আহত হয়েছেন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদ্যমান অনুমোদনের আওতায় ইউক্রেনের জন্য অস্ত্রের অবশিষ্ট শেষ প্যাকেজ ছেড়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানানোর একদিন পরই রাশিয়া এসব হামলা চালালো।