যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরো ৭২ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা দেবে।
দেশটির পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগণ শুক্রবার এ ঘোষণা দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেন, ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার বর্বরোচিত হামলা ও ক্রমবর্ধমান নৃশংসতার প্রেক্ষিতে এ সহায়তা দেয়া হচ্ছে।
প্রতিরক্ষা বিভাগ পৃথক এক বিবৃতিতে বলেছে, নতুন এই প্যাকেজে হিমারাস রকেট পদ্ধতির জন্যে আরো গোলাবারুদ অন্তর্ভূক্ত করা হয়েছে।
ব্লিংকেন বলেন, জো বাইডেনের প্রশাসন কাজ শুরুর পর থেকে এ নিয়ে ইউক্রেনকে মোট ১৮.৩ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়া হয়েছে।
তিনি ইউক্রেনের জনগণের পাশে যুক্তরাষ্ট্রের অব্যাহত ভাবে থাকারও প্রতিশ্রুতি দেন।