ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় ৩ জন নিহত : কর্তৃপক্ষ

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লাইমান নগরীর কাছের দু’টি গ্রামে মঙ্গলবার রাতে রাশিয়ার কামান আঘাত হেনেছে। এতে তিনজন নিহত ও দু’জন আহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের প্রধান পাভলো কিরিলেঙ্কো টেলিগ্রামে পোস্ট করা বার্তায় বলেছেন, ‘তোরস্কে তিনজন নিহত এবং একজন আহত হয়েছে। রাশিয়ার হামলায় জাকিত্নে আরেক বেসামরিক নাগরিক আহত হয়েছে।’
দোনেৎস্কের প্রসিকিউটর দপ্তর ফেসবুক পোস্টে বলেছে, সন্ধ্যা ৬টা ৫০মিনিটের দিকে তোরস্কে প্রথম দফা এবং এর আধা ঘণ্টা পর জাকিত্নে দ্বিতীয় দফা কামান হামলা চালানো হয়।

ওই পোস্টে বলা হয়, তোরস্কে হামলায় ৬৩ থেকে ৮৮ বছর বয়সী দুই নারী এবং এক পুরুষ নিহত হয়। এ সময় তারা একটি বেঞ্চে বসেছিল।
আঞ্চলিক সামরিক কর্তৃপক্ষ ফেসবুকে দেওয়া বার্তায় জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় গ্রাম সেরেডিনো-বুদায় একটি আবাসিক ভবনে পৃথকভাবে চালানো ড্রোন হামলায় চারজন আহত হয়েছে। (বাসস ডেস্ক)