ইউক্রেনের রাজধানীসহ অন্যান্য শহরে বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোর হওয়ার আগেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া সীমান্তবর্তী আরো কয়েকটি শহর থেকে একইরকম বিস্ফোরনের শব্দ শোনা গেছে।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছিলেন।
কৃষ্ণসাগর বন্দর নগরী ওডিশা, ইউক্রেনের ৃদ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বিস্ফোরণ ঘটেছে।
ইউক্রেন বেসামরিক বিমান চলাচলের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেভা টুইট করে বলেছেন, তার দেশ পূর্ণ মাত্রার আগ্রাসন মোকাবেলা করছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার আগ্রাসমূলক সামরিক অভিযান ইউক্রেন রাষ্ট্রকে ধ্বংস করে দেবে।
এতে বলা হয়, আমাদের রক্ষকরা আগ্রাসী রাষ্ট্রকে প্রতিহত করতে প্রস্তুত এবং ইউক্রেনের ভূমি রক্ষায় তারা সব কিছু করবে।
একইসঙ্গে বিবৃতিতে রাশিয়ার ওপর অবিলম্বে নতুন অবরোধ আরোপের জন্য ইউক্রেনের পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানানো হয়।