ইউক্রেনের লভিভ অঞ্চলে রুশ হামলায় ১ জন নিহত : গভর্নর

ইউক্রেনের পশ্চিম লভিভ অঞ্চলে রাতের বেলায় রুশ হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে।
রোববার আঞ্চলিক গভর্নর সতর্ক করে বলেছেন, এখনো ধ্বংসস্তুপের নিচে লোক চাপা পড়ে থাকতে পারে। খবর এএফপি’র।
ম্যাকসিম কোজিটস্কি টেলিগ্রামে লিখেছেন, জরুরি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছে। ধ্বংস্তুপের নীচে আরো অনেকে চাপা পড়ে থাকতে পারে, তাদের  খুঁজে পেতে উদ্ধারকারীরা অভিযান চালিয়ে যাচ্ছে। (বাসস ডেস্ক)