ইউক্রেনের সুমি নগরীতে বিমান হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু রয়েছে। নগরীটি রাজধানী কিয়েভের প্রায় ৩৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত। মঙ্গলবার উদ্ধার সার্ভিস একথা জানায়। খবর এএফপি’র।
তারা জানায়, সোমবার রাতে ‘শত্রু পক্ষের বিমান অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালায়। রুশ সীমান্তের কাছে অবস্থিত সুমি নগরীতে রাত ১১ টায় ঘটনাস্থলে পৌঁছানোর পর টেলিগ্রামে একথা জানানো হয়। বিগত কয়েকদিন ধরেই রাশিয়ার এ সীমান্তে প্রচন্ড লড়াই চলছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান