কিয়েভ সরকার গত রাতে ড্রোন ব্যবহার করে রাশিয়ার ভূখন্ডে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর চেষ্টা করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ‘রাতে ড্রোনের সাহায্যে রাশিয়ার ভূখন্ডে সন্ত্রাসী হামলা চালানোর কিয়েভ সরকারের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’
বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট ২২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে এবং আজভ সাগরের ওপর দিয়ে এবং ক্রিমিয়ার আকাশসীমায় আরও ১৩টি ড্রোন প্রতিহত করেছে।’ (বাসস ডেস্ক)