ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসার একটি মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে হাসপাতালটির এক নার্সও রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত চারজন।
সোমবার স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিটে একতলা বিশিষ্ট হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে দেশটির জরুরী সেবাদানকারী কর্মীরা জানিয়েছেন। পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিসের বারোটি গাড়ি ব্যবহার করে ও প্রায় ৫৭ জন অগ্নিনির্বাপক কর্মীর সহায়তায় রাত ১১টা ১৯ মিনিটে এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে ১৯ জনকে উদ্ধার করেছেন। এর মধ্যে চারজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজকের বাজার/এমএইচ