ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার তাদের পদক্ষেপ সমন্বয় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। হোয়াইট হাউস এ কথা জানায়।
বাইডেন ও ম্যাক্রঁর এক ফোনালাপে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখন্ডতার প্রতি তাদের সমর্থন জানানোর পরপরই ম্যাক্রঁন বলেছেন, বিষয়টির কূটনৈতিক সমাধানের জন্য তিনি রাশিয়া সফর করতে পারেন।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, তারা কূটনৈতিক উদ্যোগ এবং ইউক্রেন আক্রমন করা হলে রাশিয়ার ব্যাপক অর্থনৈতিক ক্ষতি সাধনে দ্রুত অর্থনৈতিক অবরোধ আরোপের উভয় ক্ষেত্রে চলমান সমন্বয় পর্যালোচনা করেছেন।
প্রেসিডেন্ট বাইডেন এবং প্রেসিডেন্ট ম্যাক্রোঁ একমত হয়েছেন যে, এই ইস্যুটি মোকাবেলায় আমাদের সমন্বিত পদক্ষেপের ব্যাপারে তারা ন্যাটো মিত্র ও ইইউ অংশীদারদের সঙ্গে পরামর্শসহ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবেন।