মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন এবং ফরাসী পররাষ্ট্র মন্ত্রী জ্যাঁ ইভস লা দ্রিয়ান ইউক্রেনে রুশ সেনাবাহিনীর কর্মকান্ড নিয়ে আলোচনা করেছেন।
রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস এ খবর জানিয়ে বলেন, শনিবার উভয়ে ইউক্রেনের মধ্যে ও এর আশেপাশে রাশিয়ার সামরিক কর্মকান্ড বিষয়ক রিপোর্ট নিয়ে আলোচনার পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতা বিষয়ে দেশ দুটির অব্যাহত কঠোর অঙ্গীকার নিয়েও কথা বলেন।
এছাড়া উভয় পররাষ্ট্র মন্ত্রী ইরানের পরমাণু কর্মসূচি মোকাবেলায় যৌথ প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছেন বলে নিড উল্লেখ করেন।
ইউক্রেনের সাথে সীমান্ত সংলগ্ন এলাকায় সম্প্রতি রাশিয়ার সামরিক তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা মিত্ররা।
কিয়েভ বলছে, দেশটির বিচ্ছিন্ন পূর্বাঞ্চলে শুক্রবার বিস্ফোরণে দুই ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে।
একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে রাশিয়াকে ইউক্রেন সীমান্তে সৈন্য, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র পাঠাতে দেখা গেছে।