ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে একটি হোটেল বুধবার গভীর রাতে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এতে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় রাত ৮টা ৩০মিনিটে অঞ্চলের আবাসিক এলাকার একটি হোটেলে আঘাত হানে। খবর এএফপি’র।
টেলিগ্রামে বলা হয়েছে, দুই জন মারা গেছে ও একজন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। এতে আরো বলা হয়, আঘাতের ফলে আবাসিক ভবন ও একটি কৃষি প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরআগে মাইকোলাইভের গভর্নর ভিটালি কিম, মেসেজিং অ্যাপে লিখেছেন, ক্ষেপণাস্ত্রটি মাইকোলাইভ নগরীর প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের ছোট গ্রাম স্টেপোভে আঘাত হেনেছিল। তিনি বলেন, নিহতদের মধ্যে একজন নারী।
তিনি আরো বলেন, উদ্ধারকারীরা ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে মৃতদেহ সরিয়ে নেয়া হয়েছে। তিনি পরে জানান, অঞ্চলটিতে দ’ুটি বিস্ফোরণ ঘটেছে। তিনি আরো বলেন, বিষয়টি কর্তৃপক্ষ তদন্ত করছে।
বুধবার রাতভর ইউক্রেনের জাপোরিঝিয়া ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হওয়ার পর এই হামলার খবর আসে।