ইউক্রেনে মঙ্গলবার রুশ হামলায় ১৮ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন। উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকার প্রেক্ষিতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জেলেনস্কি সতর্ক করেছেন।
তিনি তার সান্ধ্য ভাষণে বলেছেন, দুর্ভাগ্যবশত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৩০ জন।
খারকিভে চালানো এ হামলায় ১৩৯টি বাড়ি ধ্বংস হয়েছে। রাশিয়া ইউক্রেনে ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জেলেনস্কি পাল্টা হামলা চালানোর বিষয়ে হুঁিশয়ার করেছেন। (বাসস ডেস্ক)