ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক শহরের কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবনে রাশিয়ার রকেট হামলায় কমপক্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুুপ পরিষ্কার করার সময় এএফপি’র সংবাদদাতা ঘটনাস্থলে দ’ুটি মৃতদেহ দেখতে পান।
আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, ‘দুই ঘণ্টা আগে রাশিয়ার দখলদাররা শহরের কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবনে রকেট হামলা চালায়। এতে ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।’
আঞ্চলিক পুলিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে, প্রাথমিকভাবে জানা গেছে যে, সেখানে হামলায় ৩ জন বেসামরিক নাগরিক নিহত ও ২০ জন আহত হয়েছে।
রকেট হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, ‘শান্তি প্রিয় মানুষ মারা গেছে এবং তারা ভবনের নিচে চাপা পড়ে রয়েছে।’
আর ‘এটি হচ্ছে আমাদের দেশের দৈনন্দিন জীবনের বাস্তবতা।’
ক্রামাতোরস্ক দোনেৎস্কের পূর্ব শিল্পাঞ্চলে অবস্থিত। এর বৃহত্তম শহরসহ এটির কিছু অংশ ২০১৪ সাল থেকে ক্রেমলিন সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা নিয়ন্ত্রণ করে আসছে।