ইউক্রেন ও রুশ সমর্থিত বিদ্রোহীদের ৫ বছরের লড়াইয়ের নিষ্পত্তিতে রাশিয়া ও ইউক্রেনের নেতারা আগামী সপ্তাহে প্যারিসে প্রথমবারের মতো মুখোমুখী আলোচনায় বসবেন। ৫ বছরের অধিক সময় ধরে ইউক্রেনের ডনবাস অঞ্চলে ইউক্রেনের সরকারি বাহিনী ও রুশ পন্থী বিচ্ছিন্নতাবাদীরা লড়াইয়ে লিপ্ত রয়েছে।
দুটি পক্ষের লড়াইয়ে নিহত হয়েছেন ১৩০০০ বেশি অসামরিক জনগন। ইউরোপীয় শক্তিবর্গ এই সংঘাত বন্ধে প্রয়াস চালিয়েছেন বহুবার, তবে ব্যর্থ হয়েছেন। এরই প্রেক্ষাপটে পূর্বাঞ্চলীয় ইউক্রেনে যুদ্ধ অবসানের নির্বাচনী প্রতিশ্রূতি দিয়ে, কৌতুক অভিনেতা, জেলেনস্কি বিপুল ভোট জয়ী হয়ে সে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
দৃশ্যতঃ কিছুটা হলেও তিনি সফল হয়েছেন, যেমন বন্দি বিনিময় চুক্তির আওতায় দুটি দেশের সেনারা স্ব স্ব দেশে ফিরে পরিবার-পরিজনদের সঙ্গে মিলিত হয়েছেন।ভিওএ
আজকের বাজার/লুৎফর রহমান