জাতিসংঘ সাধারণ পরিষদে বুধবার ইউক্রেন থেকে অবিলম্বে রুশ সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে প্রস্তুাব গৃহীত হয়েছে।
এটি ইউক্রেনে রাশিয়ার হামলার বিরুদ্ধে বিশ্বের অধিকাংশ দেশের তীব্র তিরস্কার।
সাধারণ পরিষদে দ’ুদিনেরও বেশি সময় ধরে বিতর্ক শেষে এ প্রস্তুাব গৃহীত হয়। সাধারণ পরিষদের ১৯৩ সদস্য রাষ্ট্রের ১৪১ টি এর পক্ষে ভোট দেয়। পরিষদে ইউক্রেনের রাষ্ট্রদূত রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিশ্ব রাশিয়ার মিথ্যাকে প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনে আমরা যে মানবিক বিপর্যয় দেখছি তার জন্য এবং আন্তর্জাতিক মানবিক সংকটের জন্যও রাশিয়া দায়ী।
প্রস্তাবে ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। চীন তার মধ্যে রয়েছে। এছাড়া ইরিত্রিয়া, উত্তর কোরিয়া, সিরিয়া, বেলারুশ এবং রাশিয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।
প্রস্তাবে কঠোর ভাষায় ইউক্রেনে রুশ হামলার সমালোচনা এবং একইসঙ্গে পরমাণু শক্তিকে সতর্কাবস্থায় রাখার পুতিনের সিদ্ধান্তের নিন্দা জানানো হয়।
জাতিসংঘ সনদের আর্টিকেল ৫১ অনুযায়ী মস্কো আত্মরক্ষার কথা বলে। কিন্তু পশ্চিমা বিশ্ব মস্কোর এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, রাশিয়া জাতিসংঘ সনদের আর্টিকেল ২ লংঘন করেছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সাধারণ পরিষদের এ প্রস্তাব কঠোর ও স্পষ্ট।
উল্লেখ্য, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে।