ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, শান্তি আলোচনার মূল বিষয় ইউক্রেনের নিরপেক্ষতার বিষয়টি কিয়েভের আলোচকেরা নিবিড়ভাবে খতিয়ে দেখছেন।
রাশিয়ার নিরপেক্ষ কয়েকটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে জেলেনস্কি রোববার আরো বলেন, আলোচনার এই পয়েন্ট আমার বোধগম্য হয়েছে। এটি নিয়ে আলোচনা চলছে। খুব সতর্কতার সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ক্রেমলিন থেকে বলা হয়েছে, সুইডেন ও অষ্ট্রিয়া নিরপেক্ষতার একটি মডেল সরবরাহ করেছে। রুশ হামলার অবসানে ইউক্রেন এটি গ্রহণ করতে পারে।
কিন্তু ইউক্রেন এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, কেবলমাত্র কিয়েভ একটি প্রস্তাব তৈরি করতে পারে যা ইউক্রেনীয়দের কাছে গ্রহণযোগ্য হবে।
এদিকে রুশ সাংবাদিকদের কাছে পুতিনের বিরুদ্ধে অভিযোগ করে জেলেনস্কি বলেন, পুতিন আলেচনা টেনে নিয়ে সংঘাত দীর্ঘায়িত করছেন।
তবে রুশ গণমাধ্যম নিয়ন্ত্রক রসকমনাডজর জেলেনস্কির সাক্ষাত প্রচারকারী এসব মিডিয়া আউটলেটকে সতর্ক করে বলেছেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে।
এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মুখোমুখি আলোচনার দ্বিতীয় রাউন্ড তুরস্কে শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে।