ইউক্রেন বাহিনীর হামলা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে : রাশিয়া

দোনেৎস্কের দক্ষিণাঞ্চলে পাঁচটি যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বড়ো ধরনের আক্রমণে সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র ইগর কোনাশেনকভ এ কথা জানান। খবর বার্তা সংস্থা তাসের।
তিনি বলেন, দক্ষিণ দোনেৎস্ক অঞ্চলে পাঁচটি সেক্টরে ৪ জুন সকাল থেকে অন্যান্য সেনা ইউনিটের সমর্থন এবং ২৩ ও ৩১ তম মার্চেনাইজড ব্রিগেডের সমন্বয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনী হামলা চালাতে শুরু করে। রুশ বাহিনী তাদের প্রতিহত করে এবং এ কারনে ইউক্রেনীয় বাহিনীর ২৫০এর বেশি সেনা নিহত ও বেশ কিছু যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে।