যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ মঙ্গলবার আইনপ্রনেতাদের জানিয়েছেন, তারা ধারণা করছেন যে রাশিয়ার প্রায় দুই সপ্তাহের ইউক্রেন আগ্রাসনে মস্কোর দুই থেকে চার হাজার সৈন্য নিহত হয়েছেন। খবর এএফপি’র।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা রুশ আগ্রাসন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পুরো চিত্র তুলে ধরেছেন। এক্ষেত্রে ধারণা করা হচ্ছে- বিশ্বব্যাপী ব্যাপক বিরোধিতার মুখেও পুতিন প্রতিবেশি দেশ ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের গতি বাড়ানো অব্যাহত রাখবেন।
হাউস ইন্টেলিজেন্স কমিটির এক শুনানিতে এ সামরিক অভিযানে এখন পর্যন্ত রাশিয়ার কতজন সৈন্য মারা গেছেন জানতে চাইলে পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালক লে. জেনারেল স্কট বেরিয়ার বলেন, এ যুদ্ধে রাশিয়ার ‘দুই থেকে চার হাজার সৈন্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’