ইউক্রেন যুদ্ধ বহু বছর দীর্ঘস্থায়ী হতে পারে : ন্যাটো প্রধান

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনের যুদ্ধ ‘বহু বছর দীর্ঘস্থায়ী’ হতে পারে।
রবিবার প্রকাশিত জার্মান সংবাদপত্র বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব এ কথা বলেন।
জেনস বলেন, ‘আমাদের অবশ্যই বছরের পর বছর ধরে এর জন্য প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনের সমর্থনে আমাদের আমাদের দুর্বল হওয়া উচিত নয়, এমনকি যদি এ জন্য আমাদের উচ্চমূল্য দিতে হয়, এটি কেবল সামরিক সহায়তার ক্ষেত্রে নয়- জ্বালানি ও খাদ্য মূল্য বৃদ্ধির কারণ হলেও এই দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।’