কানাডা মঙ্গলবার জানিয়েছে, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক বাহিনীর উপস্থিতির কারণে অটোয়া দেশটির রাজধানীতে অবস্থান করা তাদের কূটনীতিক পরিবারের সদস্যদের প্রত্যাহার করে নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন একই ধরনের পদক্ষেপ নেওয়ার পর তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করে। খবর এএফপি’র।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘আমরা কানাডিয়ান দূতাবাসের স্টাফদের ১৮ বছরের কম বয়সের শিশু এবং তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের সাময়িকভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
এর কারণ হিসেবে তারা ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক বাহিনীর চলমান উপস্থিতি এবং দেশটির সর্বত্র অস্থিতিশীল কর্মকা-ের কথা উল্লেখ করেন।
এদিকে যুক্তরাষ্ট্র রোববার জানায়, তারা কিয়েভে থাকা তাদের কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করে নিয়েছে। সোমবার ব্রিটেনও একই পথ অনুসরণ করে।
ইউক্রেন তাদের এ ধরনের পদক্ষেপকে ‘অপরিপক্ক’ হিসেবে অভিহিত করেছে।
পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইউক্রেনের সাথে তাদের সীমান্ত বরাবর যুদ্ধ সরঞ্জামাদির পাশাপাশি হাজার হাজার সৈন্য জমায়েত করেছে।
তবে এ ব্যাপারে ক্রেমলিন জোর দিয়ে বলে আসছে, তাদের বাহিনী সেখানে কোন আগ্রাসন চালাবে না।