তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ও তার ইউক্রেন সমকক্ষ ভলোদিমির জেলেনস্কি টেলিফোনে ইউক্রেন সংকটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রোববার আলোচনা করেছেন। খবর সিনহুয়া’র।
তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এরদোগান বলেন ইউক্রেনের মারিউপোল নগরী থেকে আহত ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার বিষয়টি অবশ্যই জরুরি ভিত্তিতে নিশ্চিত করতে হবে। ‘প্রতিদিন সেখানের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।’
এদিকে জেলেনস্কি টুইটার বার্তায় বলেন এ ফোনালাপের সময় তিনি আজভতাল প্লান্টসহ মারিউপোল নগরীর বেসামরিক নাগরিকদের দ্রুত সরিয়ে নেয়ার প্রয়োজনীয়তার ওপর বেশি জোর দেন। এ ছাড়া তিনি জরুরি ভিত্তিতে আটকে পড়া সৈন্যদের অন্যত্র সরিয়ে নেয়ার কথা বলেন।
দুই প্রেসিডেন্ট রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলাপ-আলোচনা প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন।তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানায়, এরদোগান বলেন, তুরস্ক মূলনীতির জামিনদার হওয়ার ইস্যুতে ইতিবাচক অবস্থানে রয়েছে এবং এ ক্ষেত্রে তার দেশ আলোচনা প্রক্রিয়ার জন্য সম্ভাব্য সকল সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান