রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে রাতে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়েছে। ইউক্রেন থেকে একটি সশস্ত্র গ্রুপ ওই এলাকায় অনুপ্রবেশের একদিন পর এসব ড্রোন হামলা চালানো হলো। মঙ্গলবার স্থানীয় গভর্ণর এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
বেলগোরোদের গভর্ণর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে লিখেছেন, ড্রোনগুলো থেকে বিভিন্ন ঘরবাড়ি ও একটি সরকারি ভবনে হামলা চালানো হয়। তবে এসব হামলায় কেউ হতাহত হয়নি।