ইউক্রেন সীমান্ত থেকে কিছু সৈন্য সরিয়ে নিয়েছে রাশিয়া

ক্রেমলিন মঙ্গলবার বলেছে, ইউক্রেন সীমান্ত থেকে তারা কিছু সৈন্য সরিয়ে নিয়েছে। এটা তাদের পরিকল্পনায় ছিল তবে রাশিয়া জোর দিেেয় বলেছে, সৈন্যরা যাতে সক্ষমতা ধরে রাখতে পারে সে জন্য সারাদেশে সৈন্যদের মুভমেন্ট অব্যাহত রাখবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, “আমরা সব সময় বলে আসছি যে, মহড়া শেষে সৈন্যরা তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে যাবে। এটা নতুন কিছু নয়, এটি স্বাভাবিক প্রক্রিয়া।”
এর আগে মঙ্গলবার রাশিয়া জানায়, তারা তাদের কিছু বাহিনীকে ইউক্রেন সীমান্তের কাছে তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরিয়ে নিচ্ছে। কয়েক সপ্তাহব্যাপী পশ্চিমের সঙ্গে উত্তেজনা প্রশমনে এটি প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ইউক্রেন সীমান্তে ১ লাখের বেশি রুশ সৈন্য সমাবেশের পর আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর সঙ্গে রাশিয়ার চরম উত্তেজনা দেখা দেয়। অতপর জোর কূটনৈতিক তৎপরতার মধ্যে সৈন্য সরিয়ে নেয়ার এই পদক্ষেপ গ্রহণ করা হলো।
মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় পেসকভ রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা করছিল -পশ্চিমাদের এই দাবি পুনরায় প্রত্যাখান করেন।
তিনি বলেন, “এটি উত্তেজনা উস্কে দেওয়ার জন্য একটি সম্পূর্ণ অভূতপূর্ব প্রচারাভিযান ছাড়া কিছুই নয়।”