ইউক্রেন ২৭টি রুশ ড্রোন ভূপাতিত করেছে

ইউক্রেনের বিমান বাহিনী মঙ্গলবার বলেছে, তারা দেশের দক্ষিণাঞ্চলে রাতের বেলায় ৩৬টি রুশ হামলাকারি ড্রোনের ২৭টি ধ্বংস করেছে।
বিমান বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, সংযুক্ত ক্রিমিয়া থেকে রুশ বাহিনীর যাত্রা করা ২৭টি ‘শাহেদ-১৩৬/১৩১’  ড্রোন দক্ষিণ খেরসন, মাইকোলাইভ ও ওডেসা অঞ্চলে গুলি (বাসস ডেস্ক)