জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের ‘গোল্ডেন প্লে বাটন’ পেয়েছেন ইউএনবি’র পাবনা সংবাদদাতা এসএম আলাউদ্দিন।
এ উপলক্ষে শহরের আখতারুজ্জামান টাওয়ারের মিডিয়া সেন্টারের উদ্যোগে শনিবার রাতে আলাউদ্দিনকে সংবর্ধনা ও গোল্ডেন প্লে বাটনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এবং সাবেক সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিক ও ইউটিউবার আলাউদ্দিন জানান, তিনি ২০১৬ সালে ইউটিউবে কাজ শুরু করেন। বর্তমানে এসএম নিউজ ও এসএম মিডিয়া নামে তার দুটি চ্যানেল রয়েছে। দুটি চ্যানেলের যথাক্রমে ১৬ লাখ ও ৬ লাখ সাবস্ক্রাইবার আছে। তিনি ইতোমধ্যে ৩৫০ শর্টফিল্ম তৈরি করেছেন। যা রচনা, পরিচালনা ও প্রযোজনা নিজেই করছেন তিনি। তার সামাজিক সচেতনামূলক এ শর্টফ্লিমগুলো প্রায় ৫০ কোটি দর্শক দেখেছেন।
তিনি আরও বলেন, বর্তমানে তার ইউটিউব চ্যানেলকে কেন্দ্র করে ১০ জন কাজ করছেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি ইউটিউব থেকে সিলভারের পর গোল্ডেন প্লে বাটন অর্জন করেছেন।