ইউটিউবে আর্শিনা প্রিয়ার ‘নাচো সব ভুলে’

বছরের শুরুতেই নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন আর্শিনা প্রিয়া। অনলাইনে প্রকাশ হয়েছে ‘নাচো সব ভুলে’ ভিডিওটি।

প্রিয়ার কোরিওগ্রাফিতে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেন বলিউড ডিরেক্টর ডেবি ডিয়ার। ক্যামেরায় ছিলেন ইয়ন ইসমিত। ভিডিওটির শুটিং হয়েছে কানাডার টরন্টোতে।

‘নাচো সব ভুলে’ গানটির কথা লিখেছেন মেহেদি হাসান লিমন। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রতীক হাসান।

আর্শিনা প্রিয়া চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ সিনেমার আইটেম গানে পারফর্ম করেছিলেন বছর দুয়েক আগে। আইটেম গানের পাশাপাশি সিনেমাটির একটি গানে কিশোরের সঙ্গে প্লেব্যাকও করেন। এর আগে তিনি বনফুল মিষ্টি, মেডিনোভা’সহ বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন।

আজকের বাজার: সালি / ০১ জানুয়ারি ২০১৮