ইউটিউবে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার খালিদ বিন আহমেদ ও মোহাম্মদ হিজবুল্লাহ ‘এস কে টিভি’ নামে ইউটিউব চ্যানেল খুলে গুজব ছড়াচ্ছিলেন বলে জানান র্যাব-১ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম। তিনি বলেন, শুক্রবার রাতে খালিদ ও হিজবুল্লাহকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাব ১-এর উত্তরা কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রাকিবুজ্জামান।